ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার রাতে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস। উদ্ধারকৃত স্বর্ণের দাম আনুমানিক সাত কোটি টাকা।
ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার এইচ এম আহসানুল কবির সাংবাদিকদের জানান, গার্মেন্টস পণ্যের ঘোষণা দিয়ে মঙ্গলবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই চালান ঢাকায় আসে। পরে বিমানবন্দরে কার্গো রাখার জায়গা থেকে চালানের ভেতরে লুকানো স্বর্ণের বার ও চেইন পাওয়া যায়। উদ্ধার করা ১৩টি সোনার বারের প্রতিটির ওজন এক কেজি করে বলে জানান এইচ এম আহসানুল কবির। এছাড়া একশ গ্রাম করে ওজনের পাঁচটি সোনার বিস্কুট এবং ৬০০ গ্রাম ওজনের সোনার গয়নাও পাওয়া গেছে। উদ্ধার করা এই স্বর্ণের দাম আনুমানিক সাত কোটি টাকা।
বিডি-প্রতিদিন/ ০২ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০৭