পূর্ব ঘোষণা অনুযায়ী ভ্যাট আইনের সংশোধনীর দাবিতে রাজধানীতে সব মার্কেট বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে দোকান মালিকদের সংগঠন ব্যবসায়ী ঐক্য ফোরাম। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হয়রানি বন্ধ ও বর্ধিত প্যাকেজ ভ্যাট প্রত্যাহারের দাবিতে আজ বুধবার সকাল থেকে এ কর্মসূচি পালন করছে সংগঠনটি। চলবে সন্ধ্যা পর্যন্ত।
ব্যবসায়ী ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক আবু মোতালেব বলেন, আজ কোনো পণ্য বিক্রি করা হবে না। আমরা ব্যবসায়ীরা দোকানে সামনে বসে কর্মবিরতির পাশাপাশি অবস্থান কর্মসূচি পালন করছি। তিনি বলেন, আমরা রাস্তায় নেমে গাড়ি ভাংচুর বা এ ধরনের কোনো কর্মসূচি পালন করছি না। আমাদের কর্মসূচি যৌক্তিক ও শান্তিপূর্ণ।
দাবি মেনে না নিলে আরও বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে আবু মোতালেবে বলেন, লাগাতার সকল মার্কেট বন্ধ রাখা হবে। প্রশাসন ও প্রধানমন্ত্রী বরাবর চিঠি দেয়া হবে। প্রয়োজনে রাস্তায় কর্মসূচি দেব। আমাদের দাবির সঙ্গে এফবিসিসিআইসহ সকল ব্যবসায়ী মহলের সমর্থন রয়েছে।
গত ২৭ অক্টোবর এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে আন্দোলনের ঘোষণা দেন ব্যবসায়ী ঐক্য ফোরাম।
বিডি-প্রতিদিন/ ০২ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০৯