রাজশাহীর বাগমারায় থানার বিস্ফোরক মামলায় বাংলাভাইয়ের অন্যতম সহযোগী জেএমবি নেতা মাহাতাব খামারুকে চারদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মো. সাইফুল ইসলাম শুনানি শেষে তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেন, গত ১৩ জুন সন্ধ্যায় বাগমারার শিকদারি বাজারে চারটি বোমার বিস্ফোরণ ঘটে। সে মামলায় গ্রেফতার দেখিয়ে মাহাতাব খামারুকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পরে তাকে আদালত থেকে থানায় নিয়ে যাওয়া হয়। গত ২৬ সেপ্টেম্বর বাগমারার তালঘরিয়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
বিডি-প্রতিদিন/ ০২ নভেম্বর, ২০১৬/ আফরোজ-১১