বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধান বিচারপতির ক্ষোভেই প্রমাণ হয় বিচার বিভাগকে সরকার নিয়েন্ত্রণ করার চেষ্টা করছে।
বুধবার দুপুরে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে আগামী ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে আয়োজিত এক যৌথসভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সরকারের সিংহাসন টালমাটাল হয়ে উঠছে। জনগণকে তারা চাপিয়ে রাখার চেষ্টা করছে। তারপরও জনগণ এগিয়ে আসছে।
‘এই সরকার বিরোধী দলকে মিছিল মিটিং করতে দিচ্ছে না। সরকারের সমালোচনা করলেই গুম-খুন করা হচ্ছে। জনপ্রতিনিধিরাও গুম খুন থেকে রেহাই পাচ্ছে না। আমরা এমন গণতন্ত্র চাই না’।
বিএনপির যুগ্ম মহাসচিব কারাবন্দি হাবিব উন নবী খান সোহেলের মুক্তি দাবি জানিয়ে রিজভী বলেন, সোহেল বিনয়ী। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর। তিনি সব বাধা কাটিয়ে এগিয়ে যাবেন।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে অন্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুইয়া জুয়েল ও সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী প্রমুখ।
বিডি-প্রতিদিন/০২ নভেম্বর, ২০১৬/মাহবুব