চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকা থেকে দুই হাজার ইয়াবা ও ৪৯ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার রাতে শহীদ লেইন থেকে তাদের গ্রেফতার করা হয় বলে র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেফতাররা হলেন- জিয়াউর রহমান (৩৮), শাহিদ (২৮), রিংকু আক্তার (২৪) ও মোবারক হোসেন (২৫)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'শহীদ লেইনের দুলাল সওদাগরের চায়ের দোকানের সামনে মাদক কেনাবেচার খবর পেয়ে মধ্যরাতে সেখানে যায় র্যাবের একটি দল। র্যাব-৭ এর সিনিয়র এএসপি শাহেদা সুলতানার নেতৃত্বে পরিচালিত অভিযানে পালানোর সময় চারজনকে গ্রেফতার করা হয়।'
বিডি প্রতিদিন/ ০২ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১০