বরিশাল নগরীর জগদ্বীশ স্বারসত স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের একটি কক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে জেএসসি পরীক্ষার্থী আহত হওয়ার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
বুধবার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসনেয়ারা বেগমকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির অপর ৪ সদস্য হলেন শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী, জেলা শিক্ষা অফিসার, জিলা স্কুলের প্রধান শিক্ষক এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা)।
গঠিত কমিটিকে পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে সিলিং ফ্যান খুলে পড়ার কারণ এবং সুপারিশ সহকারে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী হোসনেয়ারা জানিয়েছেন, কমিটির অন্যান্য সদস্যদের সাথে নিয়ে বেঁধে দেয়া সময়ের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।
মঙ্গলবার জেএসসি পরীক্ষা চালাকালে জগদ্বীশ স্বারসত স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রের দ্বিতীয় তলার ১০ম (ক) শ্রেণিকক্ষের একটি সিলিং ফ্যান খুলে পড়ে নগরীর আলহাজ দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের জেএসসি পরিক্ষার্থী উষা আক্তার আহত হয়।
বিডি প্রতিদিন/ ০২ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৫