কোস্টগার্ড পূর্ব জোনের বহরে যুক্ত হয়েছে দুটি অত্যাধুনিক ফ্রিগেট জাহাজ। এগুলোর নামকরণ করা হয়েছে সিজিএস তাজউদ্দিন ও সিজিএস সৈয়দ নজরুল।
বুধবার সকাল ১০টায় নগরীর পতেঙ্গা ১৫ নম্বর ঘাটে কোস্টগার্ডের জেটিতে জাহাজ দুটিকে স্বাগত জানান কোস্টগার্ড পূর্ব জোনের কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৫ মার্চ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি কোস্টগার্ডের জন্য চারটি জাহাজ কেনার প্রস্তাব অনুমোদন করলে ইতালি থেকে ৯৬৩ কোটি টাকা ব্যয়ে চারটি জাহাজ কেনা হয়। এর মধ্যে প্রথম ধাপে আসা জাহাজকে কোস্টগার্ডের পূর্ব জোনে সংযুক্ত করা হয়েছে। জাহাজ দুটির ফলে কোস্টগার্ডের নৌবহর আরও শক্তিশালী হবে বলে আশা করছেন পূর্ব জোনের কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম।
তিনি বলেন, এ ধরনের বড় জাহাজ আগে আমাদের ছিল না। ৭৮ মিটার দৈর্ঘ্যের এই দুটি জাহাজ দিয়ে বাংলাদেশের ২০০ নটিক্যাল অর্থনৈতিক নৌ সীমায় উপকূলীয় গভীর সমুদ্রে জলদস্যু প্রতিরোধ, খনিজ সম্পদ আহরণ, পরিবেশ রক্ষা সর্বোপরি সমুদ্রসীমার সার্বিক নিরাপত্তার রক্ষার কাজ করা হবে। আগামী ছয় মাসের মধ্যে বাকি দুটি জাহাজ দুটিও বাংলাদেশ কোস্টগার্ডের নৌবহরে যুক্ত হবে।