জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় যাবেন।
বুধবার প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে ঢাকা ছাড়বেন। আড়াইটাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এরপর বিকেল সাড়ে তিনটার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ব্যাপারে সরকারি বিভিন্ন সংস্থা ও অন্যান্য শ্রেণীপেশার লোকজনের সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০২ নভেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন