ঢাকা মেডিকেলে কিশোরী ধর্ষণের অভিযোগে ছয় আনসার সদস্যকে বরখাস্ত করা হয়েছে। অভিযুক্তরা হলেন- এপিসি একরামুল, আনসার সদস্য আনিসুল, আতিকুল, সিরাজ, বাবুল ও মিনহাজ। ঢামেকের প্লাটুন কমান্ডার (পিসি) দেলোয়ার হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢামেক হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের সমন্বয়কারী ডা. বিলকিস বেগম জানান, ওই তরুণী জানিয়েছেন, গত ২৯ অক্টোবর বহির্বিভাগের তৃতীয় তলায় ছয় আনসার সদস্য তাকে ধর্ষণ করে। ওই দিন গাইনি বিভাগে চিকিৎসা নিয়ে পরদিন ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি হন তিনি। তার ফরেনসিকসহ বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় কয়েকজনের ধর্ষণের আলামত মিলেছে। মেয়েটির মানসিক সমস্যা থাকায় তাকে মানসিক বিভাগে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ঢামেকের উপপরিচালক ডা. খাজা আবদুল গফুর জানান, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
কিশোরীর ভাই সাংবাদিকদের জানান, তার বোন মানসিকভাবে অসুস্থ। মাঝে-মাঝে ঘর থেকে বেরিয়ে যায়, আবার ফিরেও আসে। এবার বেরিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল থেকে ফোন পেয়ে তারা এসে ধর্ষণের ঘটনা শোনেন।
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/১৫