আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে থামানোর জন্য বঙ্গবন্ধুসহ জাতীয চার নেতাকে হত্যা করা হয়েছিলো। বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী লীগে আর যাতে কোনো নেতৃত্ব না থাকে সে জন্য জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করার ষড়যন্ত্র এখনও চলছে। বিএনপি ও ওই দলের নেত্রী খালেদা জিয়া ৫ জানুয়ারির নির্বাচন বানচালের নামে মানুষ হত্যা করেছে।
জেল হত্যা দিবস উপলক্ষ্যে বুধবার শহীদ মনসুর আলী স্মৃতি পরিষদ এর উদ্যোগে রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এর সভাপতিত্বে এতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, জাসদের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাতীয় পার্টির(জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, জাতীয় চার নেতা জীবন দিয়ে প্রমাণ করেছেন সবাই মোশতাক-জিয়ার মতো বেঈমান হয় না। মৃত্যু অবধারিত জেনেও তারা কোনো ভয়ের কাছে আত্মসমর্পণ করেননি।
বিডি-প্রতিদিন/ ০২ নভেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন