সারা বিশ্বে সামাজিক সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (আইইইই) বিভাগের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আইইইই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এই কংগ্রেস-এর আয়োজন করে।
উপাচার্য বলেন, বর্বর সন্ত্রাস, মৌলবাদ, ধর্মীয় গোঁড়ামি ও সামাজিক অসভ্যতার কারণে সারাবিশ্ব আজ কঠিন সময় পার করছে। এই অবস্থায় শিক্ষার্থী তথা তরুণ প্রজন্মকে অবশ্যই মানবতাবোধে দীক্ষিত হতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মানবতার জন্য আধুনিক প্রযুক্তি’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমান আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার অধ্যাপক এস এ ফাত্তাহ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের ৪শ’ শিক্ষার্থী এই কংগ্রেসে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/ ০৪ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম-১৫