সাভারে একটি ইটভাটায় দুই দল শ্রমিকের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে সাভারের নামা গেন্ডা এলাকায় ‘মেসার্স কর্ণফুলী সুপার ব্রিকস’ ইটভাটায় এ ঘটনা ঘটে।
আহত শ্রমিকদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংঘর্ষের খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কর্ণফুলী সুপার ব্রিকসের ব্যবস্থাপক মিজান মিয়া জানান, বিকেলে ইটভাটায় কয়েকশ শ্রমিক কাজ করছিলেন। ইটভাটার একটি রাস্তায় ইট সরানোর গাড়ি রাখেন এক শ্রমিক। এ সময় অন্য এক শ্রমিক রাস্তায় গাড়ি রাখা যাবে না বলে ওই শ্রমিককে জানান। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে শ্রমিকরা দুটি দলে বিভক্ত হয়ে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হন।
সংঘর্ষে আহত শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে ইটভাটা কর্তৃপক্ষ। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করে।
এ বিষয়ে সাভার মডেল থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/ ৩ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম