ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া কয়েদি সোহেলকে আজ ভোর ৫ টার দিকে ফের গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কেরানীগঞ্জরে নুরার চর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গত ২৯ নভেম্বর কয়েদি সোহেল পালিয়ে যায়। ঘটনার পর দুই কারারক্ষীকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছিল।
কারা অধিদফতরের অতিরিক্ত আইজি প্রিজন ইকবাল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার