শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে অস্পষ্টতার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি ও ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোট এবং অন্যান্যা সাংস্কৃতিক সংগঠন।
রবিবার দুপুর একটায় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মো. আমিনুল হক ভুইয়ার সাথে দেখা করে এ স্মারকলিপি দেন বিশ্ববিদ্যালয়ের ২৩টি সাংস্কৃতিক সংগঠন।
স্মারকলিপিতে ভর্তি পরীক্ষায় আটক জালিয়াতি চক্রের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা না করা ও জড়িত শিক্ষার্থীর ব্যাপারে প্রশাসনিক ব্যাবস্থা না নেয়ার অভিযোগ করা হয়। এছাড়াও শাবি প্রশাসন ও পুলিশ প্রশাসনের স্ববিরোধী বক্তব্য এবং তদন্ত কমিটিকে প্রতিবেদন দেয়ার কোন সময় বেঁধে না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাংস্কৃতিককর্মীরা।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৬/মাহবুব