ডিবি পুলিশ পরিচয়ে প্রবাসীর মালামাল ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো।
তারা হলেন- দিদারুল আলম, আবদুল আওয়াল তুহিন, রিয়াজ উদ্দিন চৌধুরী, মো. আলী এবং ফয়সাল আহমেদ মাকসুদ। এসময় তাদের কাছ থেকে প্রবাসীর ছিনতাই করা কিছু মালামাল উদ্ধার করা হয়।
শনিবার রাতে নগরী এবং জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পিবিআই।
পিবিআই জনসংযোগ কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা বলেন, গত ২০ নভেম্বর প্রবাসী রিয়াজ উদ্দিন বিমান বন্দর থেকে বাড়িতে ফেরার পথে নগরীর বন্দর এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ির গতিরোধ করে। পরে রিয়াজকে গাড়ি তুলে নিয়ে কিছু দুর যাওয়ার পর তার মালামাল ছিনিয়ে নেয়। এ ঘটনার পর মামলা দায়ের করেন ওই প্রবাসী। অভিযোগ দায়েরের পর তদন্তে নামে পিবিআই। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পাঁচ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল, ২টি স্বর্ণের চেইন উদ্ধার হয়।