রেলের অবৈধ উচ্ছেদ ঠেকাতে বাস্তুহারা কলোনীতে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা।
রবিবার দুপুরে নগরীর আইস ফ্যাক্টরি রোডে রেলের অবৈধ ভাবে গড়ে ওঠা কলোনিতে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রবিবার সকাল থেকে রেলের নিজস্ব নিরাপত্তা বাহিনী, রেল পুলিশ ও নগর পুলিশের প্রায় দেড়শ' জনের একটি দল উচ্ছেদ অভিযান শুরু করে। দুপুর দুইটা পর্যন্ত শতাধিক বস্তিঘর উচ্ছেদ করা হয়। দুইটার পরেই হঠাৎ করে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে উচ্ছেদ অভিযান বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস অফিসে জানানো হলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কলোনির পাঁচটি ঘরের ১৪টি কক্ষ পুড়ে গেছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা যায়, বাস্তহারা এ কলোনীতে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে। মুলত মাদক ব্যবসায়ীদের একটি চক্র রেলের জায়গা দখল করে অবৈধভাবে কলোনি গড়ে তুলেছে। এ অবৈধ কলোনির অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে দুইদিনের কর্মসূচি হাতে নেওয়া হয়। কিন্তু আগুন দেয়ার কারণে বাধাগ্রস্থ হয়ে সেই কর্মসূচি।