বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহকারী বিমানটি তুর্কমেনিস্তানের আসগাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণের ঘটনা তদন্তে মনুষ্য সৃষ্টের কারণেই ফ্লাইটের ত্রুটির জন্য দায়ি বলে প্রাথমিকভাবে প্রতিয়মান হয়েছে। তবে এক্ষেত্রে সংশ্লিষ্টদের অবহেলা নাকি নাশকতা তা নিরাপত্তা সংশ্লিষ্ট এজেন্সি খতিয়ে দেখছে।
সংসদের ১৩ দশ অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির পর ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে রাশেদ খান মেনন সংসদকে এ তথ্য জানান।
তিনি বলেন, মেকানিক্যাল/টেকনিক্যাল ফ্যাক্টর, ইনভায়রনমেন্টাল ফ্যাক্টর ও হিউম্যান ফ্যাক্টরকে (মনুষ্য সৃষ্ট) ভিত্তি করে তদন্ত কার্যক্রম পরিচালিত হয়। তদন্তে বিমানের অয়েল সেন্সর-এর পাশে অবস্থিত অয়েল বি-নাট ঢিলের কারণে অয়েল লিকেজের কারণে প্রধানমন্ত্রীকে বহকারী বিমানটি তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। ওই ঘটনার জন্য গঠিত দুটি তদন্ত কমিটির পেশ করা তদন্ত রিপোর্টে পাওয়া গেছে।