রাজধানীর গুলিস্তানে ফুটপাতের দোকান উচ্ছেদের সময় অবৈধ অস্ত্র দিয়ে গুলি ছোঁড়া ছাত্রলীগের বহিষ্কৃত সেই দুই নেতার জামিন বাতিল করেছেন আদালত। রবিবার ধার্য তারিখে আদালতে হাজির না হয়ে জামিনের শর্ত ভঙ্গ করায় ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম আসামিদের জামিন বাতিল করেন। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন তিনি।
জামিন বাতিল হওয়া ওই দুই আসামি হলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের (বর্তমানে বহিষ্কৃত) সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের (বর্তমানে বহিষ্কৃত) সাধারণ সম্পাদক আশিকুর রহমান। এর আগে আসামিরা একই আদালতে আত্মসমর্পণ করে গত ১৭ নভেম্বর জামিন পেয়েছিলেন।
এ বিষয়ে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মাহমুদুর রহমান সাংবাদিকদের জানান, রবিবার ধার্য তারিখে আদালতে আসামিদের ডাকা হয়। কিন্তু আসামিরা আদালতে উপস্থিত হয়নি। এর ফলে আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছে। তাই আদালত তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।
প্রসঙ্গত,, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ গত ২৭ অক্টোবর গুলিস্তানের ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে যায়। এ সময় ডিএসসিসির কর্মচারী ও একদল যুবকের সঙ্গে ওই এলাকার হকারদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের এক পর্যায়ে আসামি সাব্বির হোসেন ও আশিকুর রহমান আগ্নেয়াস্ত্র থেকে ফাঁকা গুলিবর্ষণ করে। গুলি বর্ষণের ওই ছবি মিডিয়ায় প্রকাশ হওয়ার পর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি দু'জনকেই বহিষ্কার করে। ওই ঘটনায় এসআই মো. মান্নান শাহবাগ থানায় ছাত্রলীগের দুই নেতা সাব্বির হোসেন ও আশিকুর রহমানসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৭/১৪৮/১৪৯/৩২৬/৩০৭ ধারায় একটি মামলা করে।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৬/মাহবুব