চট্টগ্রাম নগরীর সিমেন্ট ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। রবিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নের মিফতাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘সাত দশমিক ৬৫ বিদেশি পিস্তল, একটি ম্যাগজিনসহ ওই অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ