অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে কুমিল্লা সদর উপজেলায় ভারতীয় ৩ নাগরিককে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।
এরা হলেন ভারতের ত্রিপুরা রাজ্যের বাবুল মিয়া, আলমগীর গাজী, আসামের মামুনুর রহমান।
চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফি আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ওই তিন ভারতীয় নাগররিককে আটক করা হয়। তাদের কাছে বৈধ কাগজপত্র বা পাসপোর্ট নেই।
তিন ভারতীয়ের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে কোতোয়ালি থানার পরির্দশক (তদন্ত) মো. সালাউদ্দিন জানিয়েছেন।
বিডি প্রতিদিন/ ০৫ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম