রাজধানীর তেজগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. পিয়াস (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিয়াস তেজগাঁওয়ের কুনিপাড়ায় একতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্মচারী ছিলেন বলে জানা গেছে।
পিয়াসের সহকর্মী মানিক জানান, পিয়াস রবিবার সন্ধ্যায় ওই ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পিয়াসের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
বিডি প্রতিদিন/ ০৫ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম