রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় একটি ভবনের পাইলিংয়ের কাজ করার সময় গলায় থাকা চাদর মেশিনে পেঁচিয়ে সোহেল নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল রহমান।
সোহেল জামালপুরের ইসলামপুর উপজেলার সেজু মিয়ার ছেলে।
এসআই জাহিদুল আরও বলেন, সকালে খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় ভবনের পাইলিংয়ের কাজ করছিলেন সোহেল। এসময় তার গলায় থাকা চাদর মেশিনের সঙ্গে পেঁচিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/০৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব