রাজধানীর রামপুরায় একটি যাত্রীবাহী বাস উল্টে ৬০ বছর বয়সী এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
সোমবার বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ওই যাত্রীর মৃত্যু হয় বলে জানান রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা।
ওই বাসের এক যাত্রী জানান, দুপুরে বাড্ডা থেকে যাত্রী নিয়ে একটি বাস গুলিস্থানের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বাসটি রামপুরায় টিভি ভবনের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রাস্তার আইল্যান্ডের পাশে উল্টে গেলে এক যাত্রী গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/০৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব