গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ মধ্যেপাড়ায় কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় খলিলুর রহমান (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয় বলে জানান জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হালিম মিয়ায়।
খলিলুর রহমান পাবনার সাথিয়া উপজেলার গোলাম মাওলার ছেলে।
এএসআই হালিম মিয়া বলেন, গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ মধ্যেপাড়া এলাকার জামাল মিয়ার বাড়ির পশ্চিম পাশে কাঁঠাল গাছের চাদর দিয়ে ফাঁস লাগা অবস্থায় দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে গাছের সঙ্গে ঝুলন্ত হাত বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডেকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর জানা যাবে হত্যা না আত্মহত্যা।
বিডি-প্রতিদিন/০৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব