গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পিছিয়ে আগামী ২২ জানুয়ারি ধার্য করেছেন আদালত।
সোমবার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সাব্বির ইয়াছির আহসান চৌধুরী নতুন এ দিন ধার্য করেন।
প্রসঙ্গত, গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেস্তোরাঁয় জঙ্গি হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পুলিশ সদস্য নিহত হন। পরদিন যৌথ অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। এ ঘটনায় পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা দায়ের করে।
বিডি-প্রতিদিন/০৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব