সাভারে দায়িত্ব পালনকালে যাত্রীবাহী বাসচাপায় আমর্ড পুলিশের সহকারী উপ-পরিদর্শক আ. সবুরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোররাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সালেহপুরে চেকপোস্টে দায়িত্ব পালনকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আ. সবুরের বাড়ি ঢাকা জেলার ধামরাইয়ের পাথালিয়া গ্রামে।
সাভার থানার ওসি কামরুজ্জামান জানান, রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সালেহপুরে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন আ. সবুর। এসময় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সকালে নিহত পুলিশ কর্মকর্তার মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।