সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নামাজে জানাজা বৃহস্পতিবার বেলা ১১টায় সুপ্রিম কোর্ট গার্ডেনে সম্পন্ন হয়েছে। এতে সাবেক তিন প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী, সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, মোজাম্মেল হোসেনসহ উভয় বিভাগের বিচারপতি ও জ্যেষ্ঠ আইনজীবীরা অংশ নেন।
এদিকে, প্রয়াত এ বিচারপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার আর সুপ্রিম কোর্টের উভয় বিভাগ কার্যক্রমে বসছে না বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম।
জানা গেছে, বৃহস্পতিবার জোহরের নামাজের পর রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে বিচারপতি রুহুল আমিনকে দাফন করা হবে।
এর আগে, মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিচারপতি এম এম রুহুল আমিন। সিঙ্গাপুরে ওপেনহার্ট সার্জারি করা হয়েছিল তার। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় মঙ্গলবার ভোরে দ্বিতীয়বার অস্ত্রোপচারের চেষ্টা করা হলেও তা সফল হয়নি।
দেশের ১৬তম প্রধান বিচারপতি হিসেবে ২০০৮ সালের ১ জুন শপথ নেন বিচারপতি এম এম রুহুল আমিন। প্রায় দেড় বছর পর ২০০৯ সালের ২২ ডিসেম্বর অবসরে যান তিনি।
বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৭/মাহবুব