রাজশাহীতে পুলিশের বাধায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর কর্মসূচি নির্ধারিত স্থানে পালন করতে পারেনি নগর বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে নগর বিএনপির পক্ষ থেকে নগরীর সাফাওয়াংয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপি রক্ষা কমিটির নামে একই স্থানে সভা আহ্বান করেন মিজানুর রহমান মিনুপন্থিরা।
ফলে পুলিশ কোনো পক্ষকেই সাফাওয়াংয়ে কর্মসূচি পালন করতে দেয়নি। পরে নগর বিএনপি সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে বিএনপি নেতারা কাদিরগঞ্জ এলাকায় কর্মসূচি পালন করেন।
নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন খান জানান, বিএনপির দুই পক্ষ একই স্থানে সভা আহ্বান করায় অপ্রীতিকর ঘটনা এড়াতে কাউকে সভা করতে দেওয়া হয়নি।