রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে বিয়ে উৎসব। ‘বিয়ের বাজার দেশেই’ স্লোগান নিয়ে আয়োজিত এ উৎসবে বিয়ের গেট, বিয়ের পোশাক, গয়না, দাওয়াতপত্র, খাবার, গায়েহলুদ, গৃহসজ্জা, প্রসাধন ইত্যাদি সবই থাকবে। সহসাই যারা বিয়ে করতে যাচ্ছেন বা আগামী কয়েক মাস বা বছরের মধ্যে করবেন তারা এখান থেকে পেতে পারেন বিয়ে সম্পর্কে বিস্তারিত ধারণা।
বিয়ে উৎসব উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সেজেছে বিয়েবাড়ির সাজে। বর-কনের নানা প্রশ্নের উত্তর দিতে সেখানে থাকছেন সেলিব্রেটি ও বিশেষজ্ঞরা।
শাড়িটা কোন রঙের হবে, বরের শেরওয়ানিটাই বা কী হবে, বর-কনের মঞ্চটা কেমন হবে এমন প্রশ্নের উত্তর দিতে বিয়ে উৎসবে হাজির থাকবেন পরিচিত সেলিব্রেটিরা। এছাড়া বিয়ের আগে ত্বকের পরিচর্যা কী হওয়া উচিত, কোন ত্বকে কোন মেকআপ- এমন নানা বিষয়ে পরামর্শ দিতে উপস্থিত থাকবেন রূপ বিশেষজ্ঞরা। বিয়ের ছবি তোলার প্রস্তুতি নিয়ে জানাবেন আলোকচিত্রীরা, পোশাক বিষয়ে পরামর্শ দেবেন ফ্যাশন ডিজাইনাররা।
উৎসবে বিয়ে আয়োজনের সঙ্গে যুক্ত সেরা ব্র্যান্ড আর দেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আয়োজকরা জানান, উৎসবে থাকবে বিয়ের পোশাক, গয়না, দাওয়াতপত্র, খাবার, গায়েহলুদ, গৃহসজ্জা, প্রসাধন, রূপসজ্জা, হানিমুনে বেড়ানো এমন নানা অনুষঙ্গের সেরা ব্র্যান্ডের স্টল ও প্যাভিলিয়ন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ