দৈনিক মানব জমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর ওপেন হার্ট সার্জারি সফল হয়েছে। তিনি এখন নিউইয়র্কের কর্ণেল হাসপাতালে চিকিৎসাধীন। যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক মনির হায়দার এ খবর জানিয়েছেন।
ঢাকা থেকে সিঙ্গাপুরে চিকিৎসা শেষে লন্ডন হয়ে তিনি চিকিৎসা নিতে এখন নিউইয়র্কে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মতিউর রহমান চৌধুরী নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। গত ডিসেম্বরের শেষ সপ্তাহে হঠাৎ অসুস্থতাবোধ করলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরদিন তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। এরপর ৩১ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সযোগে চিকিৎসার জন্য দেশ ছাড়েন তিনি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ