সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশি ১৭ নাগরিককে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
রবিবার দুপুরে তাদেরকে জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ। দেশে ফেরত আসা নাগরিকরা অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হয়ে সে দেশের বিভিন্ন কারাগারে ছিলেন। সাজাভোগের পর আজ তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।
ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ২ জন নারী ও ১৫ জন পুরুষ রয়েছেন। এর মধ্যে ৩ জন মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মোশাররফ হোসেন।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন, সিলেটের জকিগঞ্জের বড়পাথর গ্রামের সামছ উদ্দিন (৩৪), বড়লেখা উপজেলার ইনাইনগর গ্রামের রফিক উদ্দিন (৫০), জুবারতল গ্রামের আব্দুল জব্বার পাখি (৩৫), ডেমাই গ্রামের আব্দুর রহিম (৩৮), বাচাকেছরীগুল গ্রামের রিয়াজ উদ্দিন (৪৪) বানিয়াচং উপজেলার সুনাড় গ্রামের রাহুল দাস (৩০), বেগমগঞ্জের আকতারামপুর গ্রামের করিম উসমান (৬০), ব্রাহ্মনবাড়ীয়ার বিজয়নগর উপজেলার কাঞ্চনপুর গ্রামের ইসহাক আলী (৩৫), চাঁদপুর জেলার মতলব উপজেলার সারদাইকাউ গ্রামের বাবুল মোল্লা (৪০), নরসিংদীর রায়পুর উপজেলার পলাশতুলি গ্রামের চাঁন মিয়া (৩৫), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার কালিকাপুর গ্রামের আনিছুর রহমান (৪০), ময়মনসিংহের ভালুকা উপজেলার পাঁচগন গ্রামের শাহজাহান (৩৮), সুনামগঞ্জের শাল্লা উপজেলার আনন্দপুর গ্রামের মৌ দাশ (২০), হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়া পাড়া গ্রামের প্রভাবতী গোয়ালা (৭০), বানিয়চাং উপজেলার জাতিকামা পাড়ার তাপুর মিয়া (৪০), গোপালগঞ্জের গোয়াইদারী গ্রামের সোহাগ হোসেন কাজী (৩০), মৌলভীবাজারের বুধাইহাল গ্রামের আব্দুল করিম (৩৭)।