দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে সিলেট জেলা ছাত্রলীগের সহ সভাপতি আলী হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এম. জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, গত শনিবার নগরীর সোবহানীঘাটে একটি বাসা দখল করতে গিয়ে স্থানীয় জনতার সহযোগিতায় আলীকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাকে আদালতে হাজির করে কারাগারে প্রেরণ করা হয়।
আলীর বিরুদ্ধে বাসা দখল ছাড়াও চাঁদাবাজি, অস্ত্রবাজি ও জায়গা দখলসহ সন্ত্রাসী কর্মকান্ণ্ডের অভিযোগ রয়েছে। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ট হয়ে নগরীর কাজলশাহ, বাগবাড়ি, মদিনামার্কেট ও উপশহরের ব্যবসায়ী ও সাধারণ মানুষ নানা সময়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। এসব অভিযোগে আলী হোসেন আগেও একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হন। অবশেষে তার এসব অপরাধমূলক কর্মকাণ্ডের দায়ে দল থেকে তাকে বহিষ্কার করলো কেন্দ্রীয় ছাত্রলীগ।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৭/মাহবুব