মোহাম্মদপুর রায়বাজার বেড়িবাঁধ সাদেক খান পেট্রোল পাম্প সংলগ্ন নির্মাণাধীন একটি ১১ তলা ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নির্মাণ শ্রমিকের নাম আলামিন হোসেন (২৮)। বুধবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আলামিন হোসেনের সহকর্মী আবদুল করিম জানান, আলামিন নির্মাণাধীন ভবনের ১১ তলায় কাজ করার সময় হঠাৎ পড়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে নেয়া হয়। ঢাকা মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "মৃত আলামিনের গ্রামে বাড়ি বরিশালে বলে জানা গেছে। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।"
বিডি-প্রতিদিন/ ৮ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৫