প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডেপুটি স্পিকারের স্বাক্ষর নকল করে চাকরির সুপারিশপত্র (ডিও লেটার) দেওয়ায় হাছিনা বেগম (৬৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
রবিবার দুপুরে শেরে-বাংলা বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষ তাকে শেরে-বাংলা নগর থানা পুলিশের হাতে সোপর্দ করে।
জানা গেছে, হাছিনা বেগম নামে ওই নারী এক ছাত্রী ভর্তির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রধানমন্ত্রী ও ডেপুটি স্পিকারের স্বাক্ষরসহ ডিও লেটার জমা দেন। পরে কর্তৃপক্ষের সন্দেহ হলে বিষয়টি যাচাই করে ওই নারীকে পুলিশে সোপর্দ করা হয়।
শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গনেশ গোপাল বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে ওই নারী থানা হাজতে রয়েছেন।