সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যার মামলার তদন্তের কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
হত্যাকাণ্ডের ৫ বছর অতিবাহিত হলেও তদন্ত কাজ শেষ না হওয়ায় সাংবাদিক সংগঠনগুলোর নতুন করে আন্দোলন শুরুর ঘোষণার প্রেক্ষাপটে মঙ্গলবার সংসদীয় কমিটি এ ক্ষোভ প্রকাশ করে বলে জানা গেছে।
সূত্র জানায়, কমিটির সভাপতি টিপু মুন্সি মন্ত্রণালয়কে বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ড দিবস আসলেই শুধু আলোচনা হয়, আর এই তদন্ত শেষ হয় না। এটি আর কতদিন চলতে পারে। তাই দ্রুত তদন্ত কাজ শেষ করার জন্য মন্ত্রণালয়কে বলেন সভাপতি।
কমিটির সদস্য আবু সাঈদ আল মাহমদু স্বপন বলেন, ‘কমিটির সভাপতি বিষয়টি বৈঠকে উত্থাপন করেছিলেন। দীর্ঘদিন পেরিয়ে গেলেও ঘটনাটির কোনো সুরাহা এখনও হয়নি। এজন্য কমিটির পক্ষ থেকে মামলাটির দ্রুত সুরাহা করার সুপারিশ করা হয়েছে।’
কমিটির সভাপতি টিপু মুনশির সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, মো. শামসুলহক টুকু, মো. ফরিদুল হক খান, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং ফখরুল ইমাম অংশ নেন।
বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব