১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ২২:০০

'গরীব মেধাবী শিক্ষার্থীদের পাশে ছাত্রলীগ'

নিজস্ব প্রতিবেদক

'গরীব মেধাবী শিক্ষার্থীদের পাশে ছাত্রলীগ'

গরীব শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান মিজান। তার উদ্যোগে আজ থেকে চার বছর আগে ‘শিশু প্রতিভা বিকাল কেন্দ্র’ নামে একটি বেসরকারি সামাজিক সংগঠন করা হয়েছে।

সংগঠনটি গঠনের পর থেকেই বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গরীব মেধাবী শিক্ষার্থীদের ২ ঘণ্টা করে বিনামূল্যে ইংরেজি ও গণিত বিষয়ে পড়ানো হয়। একই সঙ্গে শিক্ষা উপকরণ ও প্রাথমিক চিকিৎসার ওষুধপত্র বিতরণ করা হয়।

তার অংশ হিসেবে আজ বিকালে তেজগাঁও এলাকার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তেজগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই কার্যক্রম উদ্বোধন করেন সরকারি বিজ্ঞান কলেজের প্রাণী বিদ্যা বিভাগের প্রধান আবু মাসুদ। এসময় শিশু প্রতিভা বিকাল কেন্দ্রের চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান ও শিশু প্রতিভা বিকাল কেন্দ্রের নির্বাহী পরিচালক আবদুলাহ আল নোমান, মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি রেজওয়ানুল হক রোমান, তেজগাও থানা ছাত্রলীগের সভাপতি হেলাল ও সাধারণ সম্পাদক রুবেল উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর