চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় গোয়েন্দা পুলিশের এক কনস্টেবল, ট্রেনে কাটা পড়ে ও প্রতিপক্ষের ছুরিকাঘাতে আরও দু'জনসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
জানা গেছে, চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোস্তফা জামাল (২৭) নামে জেলা গোয়েন্দা পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এতে চালকসহ আরও নয় পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে নগরীর আকবরশাহ থানাধীন কর্নেল হাটের পেছনে ট্রেনে কাটা পড়ে ফারুক নামের একব্যক্তি নিহত হয়েছেন। রবিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আকবর শাহ থানার এসআই নুরুল আলম জানান, কর্নেল হাটের পেছনে শাহিপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ফারুকের মরদেহ পাওয়া যায়।
অন্যদিকে একই থানা এলাকার জিয়ানগরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইয়াসিন মিয়া প্রকাশ মনা (২২) নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আকবরশাহ থানার উপপরিদর্শক মো. মাসুদ জানান, মনা দিনমজুরের কাজ করতেন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাকে ছুরিকাঘাত করে। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব