লেখক-ব্লগার অভিজিৎ রায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে নিউইয়র্ক গণজাগরণ মঞ্চের র্যালি থেকেও এই নৃশংসতার সাথে জড়িতদের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে। মামলার চার্জশিট প্রদান নিয়ে পুলিশের গড়িমসির সমালোচনাও করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, যুক্তরাষ্ট্রের সভাপতি মিথুন আহমেদ।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় রবিবার সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে অভিজিতের আত্মার শান্তি কামনার মধ্য দিয়ে শুরু হওয়া কর্মসূচিতে অভিজিতের জীবন-কর্ম উপস্থাপন করেন মিনহাজ আহমেদ সাম্মু।
এর আগে প্রবাসের বিশিষ্ট কন্ঠশিল্পী তাহমিনা শহীদ পরিবেশন করেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রখ্যাত ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূন্য কর দহন-দানে’ সঙ্গীতটি।
‘মৃত্যুঞ্জয় অভিজিৎ’ শীর্ষক এ স্মরণ সমাবেশে আলোচকদের মধ্যে আরও ছিলেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সভাপতি রাশেদ আহমেদ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি শিতাংশু গুহ, গণজাগরণ মঞ্চের সংগঠক ও আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচন কমিশনার আকবর হায়দার কিরণ, গণজাগরণমঞ্চের মোজাহিদ আনসারী এবং গোপাল সান্যাল, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম, জাসদ নেতা নূরে আলম জিকু, যুক্তরাষ্ট্র উদীচীর আল্পনা গুহ প্রমুখ।
বক্তারা আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম করতে সাম্প্রতিক সময়ের সকল হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্নের জন্য সরকার কাছে আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব