বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় সিলেটের জকিগঞ্জের রসুলপুরের কলেজছাত্রী এলিনা আক্তার ঝুমাকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশিট আদালতে জমা দিয়েছে পুলিশ।
রবিবার হামলাকারী বাহার উদ্দিনকে একমাত্র আসামি করে জকিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন তদন্ত কর্মকর্তা জকিগঞ্জ থানার এসআই ইমরোজ তারেক। অভিাযোগপত্রে মামলা থেকে অব্যাহতি দেয়া হয় বাহারের ভাই নাসির উদ্দিনকে।
বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় চলতি বছরের ১৫ জানুয়ারি বাড়ির পাশে ঝুমাকে কুপিয়ে গুরুতর আহত করে বাহার। এসময় বাঁধা দিতে আসলে ঝুমার মা করিমা বেগমকেও কুপিয়ে আহত করে সে। এ ঘটনায় থানায় মামলা হলে বাহারের ভাই নাসিরকে গ্রেফতার করে পুলিশ। হামলার চারদিন পর উপজেলার মির্জারচক হাওর থেকে বাহারকেও গ্রেফতার করে পুলিশ।
বিডি প্রতিদিন/১৪ মে, ২০১৭/মাহবুব