অবৈধভাকে বাংলাদেশে অবস্থান করার মামলায় জামিন পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি সূবর্ণ কাজী। রবিবার ঢাকা মহানগর হাকিম মো. সারাফুজ্জামান আনছারী পাঁচ হাজার টাকার মুচলেকায় এ জামিন দেন।
এর আগে রাজধানীর বগবাজারের আউটার সার্কুলার রোডের ২২৯ নম্বর বাড়ির ১০ নম্বর ফ্লাট থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে রমানা থানায় বাদী হয়ে মামলা করে এসবির পুলিশ পরিদর্শক রিয়াদ মাহমুদ। মামলা নম্বর-৫৭(৪)১৭।
মামলায় অভিযোগ করা হয়, আসামি ভারতীয় নাগরিক সূবর্ণ কাজী ২০১৫ সালে ছয় মাসের ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এরপর কোন প্রকার ভিসা গ্রহণ না করে অদ্যবধি পর্যন্ত অভৈধভাকে বাংলাদেশের বিভিন্ন যায়গায় বসবাস করছেন। জিজ্ঞাসাবাদে আসামি জানায় তার পিতা কাজী রেজাউল করিম, পোস্ট- চুরুলিয়া, থানা- জামুরিয়া, জেলা- বর্ধমান, ভারত। এছাড়া আসামি সূবর্ণ এক এক সময় ভিন্ন ভিন্ন কথা বলে। একপর্যায়ে বাসার মালিক আসামির কাছে বাড়ি ভাড়া ও অনান্য বাবদ ১ লাখ ৪৯ হাজার ৫ টাকা বকেয়া পান। এছাড়া এলাকায় বিভিন্ন মানুষকে হয়রানি করছে।
বিডি প্রতিদিন/১৪ মে, ২০১৭/মাহবুব