চট্টগ্রামের পৃথক দুটি থানায় নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে পড়ে অভি শর্মা (২০) ও বজ্রপাতে আলী আকবর (৪০) নামের দু'জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে বাকলিয়া থানার তুলাতলী জামাই বাজার বালুর মাঠ এলাকা ও জোরারগঞ্জের জামালপুর গ্রামে ঘটনা দুটি ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক সন্তোষ। নিহতদের বাড়ি বোয়ালখালী উপজেলার খরনদ্বীপ গ্রামে ও মিরসরাই জোরারগঞ্জ এলাকায়।
বাকলিয়া থানার ওসি প্রণব কুমার চৌধুরী বলেন, সকালে ঝড়ো বাতাসে বালুর মাঠ এলাকার আবু আলমের মালিকানাধীন বিছমিল্লাহ টাওয়ারের ছয়তলার পূর্ব পাশের তিন ফুট উঁচু কাঁচা দেয়াল ভেঙে নিচে চাপা পড়েন আলী আকবর। আহত অবস্থায় চমেক হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক সন্তোষ বলেন, সোমবার সকালে বৃষ্টির মধ্যে নিজেদের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন অভি। সকাল ১১টায় চমেক হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ