নগরীর অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী মো. আজমকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ও একটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়। আজ সকালে বায়েজীদ থানাধীন খন্দকিয়াহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বায়েজীদ থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, গ্রেফতার হওয়া আজম নগরীর অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ৮টি মামলা রয়েছে। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ও একটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়া আজমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার