আত্মসমর্পনের পর জামিন না মঞ্জুর হওয়ায় কারাগারে পাঠানো হয়েছে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি নবীউল্লাহ নবীকে।
সোমবার একটি রাজনৈতিক মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বিএনপির রাজপথের এই নেতা। কিন্তু আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকেলেই তাকে কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সদ্য ঘোষিত মহানগর বিএনপি কমিটিতে ঢাকা দক্ষিণের সহ-সভাপতির দায়িত্ব পান নবীউল্লাহ নবী।