রাজধানীর সবুজবাগ থানায় করা ১৪শ' পিস নেশাজাতীয় ইনজেকশনের মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঢাকার পরিবেশ আপীল আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি ঢাকার সবুজবাগ থানা এলাকার মুন লাইট গলি পূর্ব পাশের ৫৫/২ নম্বর উত্তর বাসাবোর বাসিন্দা নাজিম উদ্দিনের ছেলে মোখলেছুর রহমান। মামলায় তার স্থায়ী ঠিকানা দেওয়া হয়েছে, রাজধানীর মতিঝিল থানার ২২৯ নম্বর উত্তর শাহজাহানপুর।
এ বিষয়ে আদালতের পেশকার মো. মাসুদুর রহমান ভূইয়া সাংবাদিকদের জানান, রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। এ কারণে আসামির বর্তমান ও স্থায়ী ঠিকানায় সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি সূত্রে জানা গেছে, রাজধানীর সবুজবাগ উত্তর বাসাবো এলাকার মুন লাইট গলি পূর্ব পাশের ৫৫/২ নম্বর বাড়িতে অবৈধ ভাবে বিক্রির উদ্দেশ্যে অসাধু ব্যক্তিরা নেশাজতীয় ইনজেকশন মওজুদ করেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বাদী ঘটনাস্থলে অভিজান চালিয়ে আসামি মোখলেছুর রহামানের দখল থেকে ১৪শ' পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মুহম্মদ আমিনুল কবির বাদী হয়ে ২০১২ সালের ৩ জানুয়ারি মামলা করে। পরে ঘটনার তদন্ত করে একই বছরের ১৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।