রাজধানীর যাত্রাবাড়িতে আজ সকালে সড়ক দুর্ঘটনায় আসাদ (৪২) নামের এক পথচারী নিহত হয়েছেন। যাত্রাবাড়ি মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাত্রাবাড়ি মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে রাস্তা পার হচ্ছিলেন আসাদ। এ সময় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে ধাক্কায় দিলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার