রাজশাহী মহানগরের পর এবার জেলা বিএনপির কর্মী সমাবেশেও সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুইপক্ষ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। নগরীর উত্তরা কমিউনিটি সেন্টারে সাবেক এমপি নাদিম মোস্তফা গ্রুপ ও জেলা বিএনপির বর্তমান সভাপতি তোফাজ্জল হোসেন গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ বাধে।
এসময় নাদিম সমর্থকরা মঞ্চের দিকে জুতা-স্যান্ডেল খুলে নেতাকর্মীদের দিকে মারতে থাকেন। মঞ্চের ব্যানারো টেনে-হিঁচড়ে ছিঁড়ে ফেলেন। সভার চেয়ারটেবিল ভাঙচুর করতে থাকেন।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপর সভা শুরু হলে কেন্দ্রীয় নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সমাবেশস্থল থেকে চলে যান।
বিএনপির একাধিক নেতা জানান, জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপুকে সভাপতিত্ব করার দায়িত্ব দিলে কথা কাটকাটি হয়। এরই এক পর্যায়ে তপু ও নাদিম সমর্থকদের মধ্যে হাতাহাতির ও পর সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় নেতৃস্থানীয় নেতারা তাদের বাইরে বের করে দেয়। পরে কেন্দ্রীয় নেতারা তাদের বাইরে বের করে ভাঙচুর করা চেয়ারটেবিলগুলো আবারও সাজিয়ে সম্মেলন শুরু করেন।
প্রতিনিধি সম্মেলনে প্রধান ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক শাহীন শওকত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু।
এর আগে সোমবার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির কর্মী সম্মেলন নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সংঘর্ষের ঘটনায় নগর বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীসহ ১০ জন আহত হন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন