রাজধানীর নতুন জুরাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজ সকালে বিপ্লব নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত বিপ্লবের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার শ্যাওরাতলী গ্রামে।
বাসার মালিক জানান, বিপ্লবের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার শ্যাওরাতলী গ্রামে। আলমবাগে তার বাসার নিচতলায় ভাড়া থাকতেন এবং পাশের একটি রুলিং মিলে কাজ করতেন তিনি। ভোরে নিচতলার পানির মোটর চালু দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার