রাজধানীর বনানীতে দুই তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত প্রধান আসামি সাফাত আহমেদের ড্রাইভার বিল্লালের চারদিন ও দেহরক্ষী রহমত ওরফে আবুল কালাম আজাদের ৩ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার বিকালে ঢাকা মহানগর হাকিম লস্কার সোহেল রানার জিজ্ঞাসাবাদের জন্য তাদের এ রিমান্ডের আদেশ দেন।
এর আগে, সিএমএম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তাদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের নারী সহায়তা ও তদন্ত বিভাগের এডিসি পরিদর্শক ইসমত আরা এমি।
সোমবার সন্ধ্যায় রাজধানীর নবাবপুরের ইব্রাহিম আবাসিক হোটেল থেকে মামলার ৪ নম্বর আসামি বিল্লালকে গ্রেফতার করে র্যাব -১০। রাত ৮টার দিকে গুলশান-১ থেকে মামলার ৫ নম্বর আসামি রহমতকে গ্রেফতার করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা।
এর আগে, বনানীর রেইনট্রি হোলের ধর্ষণের ঘটনায় গত ০৬ মে এক তরুণী মামলা করার পাঁচদিন পর গত বৃহস্পতিবার রাতে সিলেট থেকে প্রধান আসামি সাফাত আহমেদ ও তার বন্ধু সাদমান সাকিফকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তারাও রিমান্ডে রয়েছেন।
বিডি-প্রতিদিন/১৬ মে, ২০১৭/মাহবুব