রাজধানীর কদমতলী থানা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ উল্লাহ ও তাঁর গাড়িচালক হারুন হত্যা মামলায় ৬ জন ফাঁসি এবং ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার বিকালে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল কবির এ আদেশ দেন জানান আদালতের পিপি তাপস কুমার পাল।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জাকির হোসেন ওরফে কালা জাকির, রায়হান খোকন, মো. জাভেদ ওরফে প্রিন্স, মো. জুম্মন, আরিফ হোসেন ও হীরা। অপরদিকে যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামিরা হলেন শরিফুল ও আমির হোসেন।
বিডি-প্রতিদিন/১৬ মে, ২০১৭/মাহবুব