চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সীতাকুন্ড উপজেলা থেকে ২০০ কেজি গাঁজাসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে র্যাব-৭। এ সময় মোহাম্মদ মুন্না (২০) ও মো. কপিল উদ্দিন (১৯) নামের দুইজনকে আটক করা হয়।
মঙ্গলবার উপজেলার ওয়াবদা গেইট এলাকা থেকে তল্লাশী চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয় বলে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ সময় ফেনী থেকে আসা একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ২০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার বাজার মূল্য প্রায় ১৬ লাখ টাকা। আটক দুই যুবকের বিরুদ্ধে সীতাকুন্ড থানায় মামলা করা হবে বলেও জানানো হয়।
বিডি-প্রতিদিন/১৬ মে, ২০১৭/মাহবুব